ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

বিওপিসি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২২ ওয়েভ বির্স ইউনাইটেড চ্যাম্পিয়ন

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ০৮:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

সোমবার বিকাল ৩টায়, শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া অন লাইন প্রফেসনালস কমিউনিটি’র আয়োজনে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে অনুষ্ঠিত বিওপিসি ক্রিকেট টুর্ণামেন্ট ২০২২ (সিজন-২) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ওয়েভ বির্স ইউনাইটেড ৮উইকেটে নর্থ বেঙ্গল জায়ান্ট কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন- মেহেদী হাসান, ম্যান অবদ্যা টুর্ণামেন্ট আব্দুল্লাহ আল নোমান। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি  বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রষ্ট্রি সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন সিআইপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতি: সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, আরও উপস্থিত ছিলেন ডাঃ  মোঃ নসরুল্লাহ কানন, ডায়াবেটিক বিশেষজ্ঞ, তাপস ঘোষ, ডিজিটাল মার্কেটার, জামিলুর রহমান জামিল, নির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থা,প্রতাপ, প্রতিনিধি, বাই ফ্রম দুবাই। বিওপিসির সকল এন্ডমিন ও মর্ডারেটর। আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্টর সকল স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ । এই টুর্ণামেন্টে ৬টি দল (১) নর্থ বেঙ্গল জায়ান্ট, (২) ডাব্লুপি ডেভিলপার, (৩) ওয়েভ বির্স ইউনাইটেড, (৪) বেঙ্গল টাইগার্স, (৫) বগুড়া ব্রাদার্স, (৬) হক আইটি লিগ পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করে।