মাঘের শীতে ভোর রাত থেকে হঠাৎ বৃষ্টির কারণে দেশের উত্তরের জেলা দিনাজপুরসহ হিলিবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর রাত ৪ঃ৩০ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়েছে হিলিতে। সেই সাথে বইছে হিমেল বাতাস। তবে বেড়েছে তাপমাত্রা। তাপমাত্রা বাড়লেও বৃষ্টির কারণে শীতের দাপট রয়েই গেছে। সাপ্তাহিক ছুটির কারণে অফিস আদালত বন্ধ থাকলেও বৃষ্টির কারণে অনেকেই কাজে যেতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
রিকশাচালক নির্মল রবিদাস বলেন, আমরা গরীব মানুষ পেটের ক্ষুধা তো আর শীত বৃষ্টি বোঝে না। রিকশা চালিয়ে সারাদিন যা আয় হয় তা দিয়ে কোন রকমে সংসার চালায়। এমনিতেই শীত তার ওপর আজ আবার ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে তারপরও বৃষ্টি এবং শীতকে উপেক্ষা করে আমি রিকশা নিয়ে বের হয়েছি। সকাল এগারোটার মতো বাজে কামায় হয়ছে মাত্র ৩০ টাকা। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না। যাত্রী নাই তাই কামায়ও নাই।
হিলি স্থলবন্দরের মুদি দোকানদার রফিকুল ইসলাম বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিন এমনিতেই বেচাকেনা কম হয়। এরপর আবার ভোর রাত থেকে হঠাৎ বৃষ্টি হচ্ছে শীত আর বৃষ্টির কারণে লোকজন একবারে নাই বললেই চলে। কিন্তু কি আর করা দোকান খুলে বসে আছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫-৭ কিলোমিটার।
তিনি আরও জানান, দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, খুলনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে বা হচ্ছে। দিনাজপুরে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৭ দশমিক ২ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।