ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মাদারীপুরে শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

শরীফুল ইসলাম সুজন, মাদারীপুর | প্রকাশের সময় : সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ০৪:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন দমনের অন্যতম মাষ্টারমাইন্ড মাদারীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. জয়নাল ফকির’কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার গভীর রাতে আচমত আলী সড়কে তার নিজস্ব বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল ফকির সাবেক সংসদ শাজাহান খান ও শফিক খানের আস্তাভাজন হওয়ায় বিদ্যুৎ, পরিবহন খাতসহ সর্বক্ষেত্রেই ছিল জয়নালের একচ্ছত্র নিয়ন্ত্রন। চাদাবাজী, দখলবাজীসহ সবকিছুর নিয়ন্ত্রন ছিল জয়নালের হাতে। কেউ প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে করা হতো হয়রানী। এই প্রভাব খাটিয়ে হয়েছেন শত কোটি টকার মালিক। ছাত্র আন্দোলন দমনে মস্তফাপুর স্টান, পুরান কোর্টের মোড়সহ একল স্থানে জয়নালের নির্দেশে হামলা হয় বলে জানা যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, জয়নাল ফকিরকে ছাত্র জনতা আন্দোলনে নিহত তাওহীদ সামানত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে