জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআই-এলারি) এর আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সানজিদা আক্তার এসিল্যান্ড সদর এর সঞ্চালনায় এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইসরাইল হোসেন (জেলা প্রশাসক ও বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট)।
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. আব্দুল কাইয়ূম (মহাপরিচালক (গ্রেড-১) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট)। উদ্বোধন অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন নাসিরন চৌধুরী (ইউএনও সদর উপজেলা)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, (পিপিএম-সেবা, পুলিশ সুপার), মো. আব্দুস সালাম চৌধুরী, (উপ-পরিচালক স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব), মো. শাহ নেওয়াজ হোসেন (উপ-পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা)।
মাসব্যাপী প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশ নেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে