ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

শেরপুরে স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে গেল পুলিশ সদস্য

তারিকুল ইসলাম, শেরপুর : | প্রকাশের সময় : রবিবার ৩০ জানুয়ারী ২০২২ ০৫:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর

শেরপুরে স্ত্রীর কাছে স্বামীর যৌতুক দাবি এবং পরবর্তীতে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৩০ জানুয়ারি রবিবার দুপুরে সি.আর আমলী আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা

মো. শাহাদাত হোসেন লাবন (২৪) কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

 

আদালত সূত্রে জানা গেছে, জেল হাজতে প্রেরণকৃত মো. শাহাদাত হোসেন লাবন জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় পুলিশ বাহিনীর কনস্টেবল পদে কর্মরত আছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০১৬ সালে শেরপুরের চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মো. জহির উদ্দিনের মেয়ে মোছা. জীবনা আক্তার পপির বিয়ে হয় পার্শ্ববর্তী জামালপুর জেলার সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের লাবনের সাথে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবি করে পপিকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় সে। এক পর্যায়ে পপির বাবার বাড়িতে এসেও নগদ ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে চাপ প্রয়োগ করেন।

 

পরে গত ১৩ অক্টোবর শেরপুর সদরের সি.আর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে পপি তার স্বামীর বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করেন। ওই মামলায় জামিনে যায় লাবনী। কিন্তু সে আরও বেশি আগ্রাসী হয়ে পপিকে মারধর করে। পরে পপি শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরও একটি পৃথক মামলা দায়ের করেন।

 

এদিকে আজ ৩০ ডিসেম্বর যৌতুক মামলায় সি.আর আমলী আদালতে উভয় পক্ষের শুনানীকালে তার পূর্বের জামিন বাতিল করে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।