পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহফিল, খাবার বিতরনসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আশুলিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন।
এসময় উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধানসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী-লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন খান,ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া,আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্যানেল মেয়র এনামুল হক মুন্সী, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ৭ নং ওয়ার্ড মেম্বার মইনুল ইসলাম ভূঁইয়া, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী হারুন ভান্ডারী সহ প্রমুখ।
পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে ১৬টি স্থানে মিলাদ, গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ, গণভোজ ও দোয়া মাহফিলে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন -থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্যানেল মেয়র এনামুল হক মুন্সী, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ৭ নং ওয়ার্ড মেম্বার মইনুল ইসলাম ভূঁইয়া, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী হারুন ভান্ডারী।
মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের , ভাষা আন্দোলনসহ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।