ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

পূর্বাঞ্চলে অজ্ঞাত নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

সাইদুর রহমান, রূপগঞ্জ | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ১২:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল শহরে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) পূর্বাচল উপশহরের ৫ নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয় এর পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সকালে পূর্বাচল উপশহরের ৫ নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয় এর পাশে অজ্ঞাত এক নারীর জবাই করা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। 

এস আই জাহাঙ্গীর আলম আরো জানান, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ২৫ থেকে ২৬ বছর বয়সের ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

নিহত নারীর পরিচয় এখন পর্যন্ত মিলেনি। পরিচয় সনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ