ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূর আত্মহত্যা

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ১২:৫২:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরের নগরকান্দায় পারিবারিক কলহের কারণে পারভিন বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। 

রোববার (৫ জানুয়ারি) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত পারভিন ওই গ্রামের নসিমন চালক মোস্তফা মোল্যার স্ত্রী।

নিহতের মেয়ে মিতু আক্তার জানান, শনিবার (৪ জানুয়ারি) রাতে খাবার খাওয়ার সময় তার মা-বাবার মধ্যে সামান্য কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

পরে রাগ করে মা পারভিন তার কাছে ঘুমায়। কিন্তু গভীর রাতে দেখে মা তার পাশে নেই। একপর্যায়ে খুঁজতে খুঁজতে বাড়ির রান্নাঘরের বাঁশের আড়ার সঙ্গে শাড়ি কাপড় দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজন এসে তার মরদেহ নিচে নামায়।

রোববার রাত ৮টার দিকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, খবর পেয়ে পারভিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ