দেশ ও প্রবাসের মানবিক গুণাবলী কিছু মানুষদের সহযোগিতা'য় এক ভিন্ন মহৎ উদ্যোগ নিয়ে কাজ করছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইল।
রোববার (৫ জানুয়ারি) বিকালে উপজেলা সদরে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির এই ব্যতিক্রমী আয়োজনের মর্ধ্যে ছিল ১০ টাকা মূল্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ।
সংগঠনের সিনিয়র এডমিন রায়হান উদ্দিন বলেন, আজকের জন্যে আমরা দোকানদার, আর শীতবস্ত্র নিতে আসা সবাই ক্রেতা। নামমাত্র ১০ টাকা নিচ্ছি যাতে কেউ এটাকে দান মনে করে নিতে লজ্জাবোধ না করে। এদিকে ১০ টাকায় শীতবস্ত্র পেয়ে আনন্দিত হয়েছেন এখানে আসা সাধারন মানুষেরা।
শীতবস্ত্র নিতে আসা আব্দুর রহিম বলেন, ১০ টাকায় কম্বল পাবো তা আমরা কখনো ভাবিনি। প্রচন্ড শীতে এটা আমার অনেক উপকারে আসবে। শীতবস্ত্র কিনতে আসা আছমা আক্তার নামে এক নারী বলেন, ১০ টাকা দিয়ে শীতের পোষাক ও কম্বল বিক্রি হবে শুনে এখানে এসেছি। পছন্দমত শীতের কাপড় নিতে পেরে খুবই ভালো লেগেছে।
সংগঠনটির উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত ছিলেন, শুক্কুর আলী, সমাজকর্মী সুজন মিয়া, তারুণ্যের সরাইলের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী পাভেল মিয়া, সিনিয়র এডমিন শিবলী সাদিক, রায়হান উদ্দিন, কাজী শরীফ মিয়া, মোস্তাকিমুর রহমান’সহ অসংখ্য স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরাইল উপজেলা'র এক ঝাঁক তরুণ তরুণীদের নিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইল। প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক ও মানবিক কাজে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে সংগঠনটি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ