ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে পবিত্র কোরআন খতম বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, জেলা নির্বাচন অফিসার আঃ সালেক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক শামীম হোসেন ও পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদুল্লাহ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গবন্ধু জীবন কর্মের উপর নানা দিক তুলে ধরেন।