ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত পরিষদের দ্বায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৬ ফেব্রুয়ারী ২০২২ ০৫:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত পরিষদের দ্বায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৩টা নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফিরুজ খান নুন ও তার পরিষদ সদস্যরা আনুষ্ঠানিক দ্বায়িত্বভার গ্রহন করেন এবং নতুন পরিষদের সদস্যদের নিয়ে প্রথম সভা করেন। 
 
হাফেজ মোহাম্মদ মমিনুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। পরে অতিথিরা ফুল দিয়ে নবনির্বাচিত পরিষদ সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন এবং পরিষদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
 
নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফিরুজ খান নুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সাইফুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান গোলাম মোস্তফা নান্ডা, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সালেহ  প্রমুখ।
 
এছাড়াও কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. এমারুল জাহিদ, আবুল কালাম আজাদ মাষ্টার, আবুল কাশেম মাষ্টার, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মোশাররফ হোসেন কমান্ডার, মোহাম্মদ লিটন, সাংবাদিক তারিকুল ইসলাম, ফয়সাল খান, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন সোহাগ, শাহিনুর রহমান শাহীন, তানজির আহমেদ তুহিন, আরিফুর রহমান রাকিব, মুরাদুজ্জামানসহ কুড়িকাহনিয়া ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. হুসনা বেগম, মোছা. শিউলি বেগম, মোছা. মুঞ্জুরা বেগম ও সাধারণ সদস্য মো. হেলাল উদ্দিন, মো. ফারুক, আব্দুল মাজেদ, মো. মোস্তফা, মো. আল আমিন, মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল মুন্নাফ, মো. আজাহার আলী, আবু হাসানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
 
সভাপতির বক্তব্যে মো. ফিরুজ খান নুন বলেন, এবারের নির্বাচনে কুড়িকাহনিয়া ইউনিয়নের যুব সমাজের নেতৃত্বে একটি পরিষদ উপহার দিয়েছে। আগামী পাঁচ বছর এই পরিষদের সবাই যদি কুড়িকাহনিয়া ইউনিয়নের উন্নয়নে সহযোগিতা করে তবে আমি একটি ডিজিটাল ইউনিয়ন উপহার দিবো। নতুন পরিষদের সকল সদস্যদের মধ্যে একটি সমন্বয় দরকার, পরস্পরের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ দরকার তবেই পরিষদ কর্মমূখী হবে। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের প্রতি সহযোগিতা করেন।