ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই, ১২ টার সময় হরিপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী - ২০২২ মেলার উদ্বোধন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২ ০৫:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর
প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এল ডি ডি পি) প্রাণী সম্পদ  অধিদপ্তর, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, হরিপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর  ও ভেটেরিনারি হাসপাতাল  মাঠে প্রাণী সম্পদ  প্রদর্শনী মেলা- ২০২২ , উপজেলার পশুপাখি খামারীদের নিয়ে প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। 
 
পরিতাপের বিষয় হলো যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত হওয়ার পরেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। দুপুর ১২ টার সময় পার হওয়ার পরেও  কেন? অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।  এই বিষয়ে উপজেলা প্রানী সম্পদ অফিসার মোঃ গোলাম কিবরিয়া কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানাবেন এবং জাতীয় পতাকা উত্তোলন বিষয়টি গুরুত্ব না দিয়ে  প্রধান অতিথি ও বিশেষ অতিথি নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই প্রদর্শনী মেলার ২০২২ উদ্বোধন করেন।   
 
প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা ২০২২, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুবেল হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ শামসুল হক, ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের রেজা,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধী সমাজ ও বিভিন্ন খামারীগণ। মেলায় ২৩টি স্টল বরাদ্দ  থাকলেও উপস্থিত ছিলেন ১৮ টিতে।  স্টল গুলো তে  ছিল নানান জাতের পশুপাখি  যেমন, তিতির পাখি, বিদেশী কবুতর, ভেড়া,গরু,ছাগল, 
 
প্রদর্শনী মেলায় উপস্থিত   গরু খামারিদের সাথে কথা বলে  জানা যায়, করোনা কালীন সময়ে দুগ্ধ খামারিদের প্রন্যোদনা বরাদ্দ থাকলেও তারা পান নি 
 
প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা-২০২২, জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই কেন,অনুষ্ঠান উদ্বোধন  করা হলো, 
প্রধান অতিথি  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এই বিষয়টি  আমার জানা নেই। জাতীয় পতাকা সঠিক সময় উত্তোলন করতে হবে। তবে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি তা কর্তপক্ষের সাথে কথা বলবো।
প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় - ২০২২, জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি কেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিল না। তবে এটা অন্যায়, খুব খারাপ কাজ  হয়েছে। 
প্রদর্শনী মেলায় উপস্থিত হরিপুর থানা ডিবি পুলিশের এস আই আবুল কালাম  জানান, বিষয়টি খুব খারাপ এত বড় প্রোগ্রামে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। 
 
জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি উপস্থিত জনসাধারণ বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেন,  তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হবে দুপুরে ১২ টার পরে। এটা মেনে  নেওয়ার মত বিষয় না।  কিছু স্বাধীনতা বিরোধী চক্র প্রশাসনের চেয়ারে ঘাপটি মেরে বসে আছে।  এদের দ্রুত প্রশাসনের পদ থেকে সরানোর প্রয়োজন  এবং কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করেন।