ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

ঝিকরগাছায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

বেনাপোল প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ ১১:৫৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, ঝিকরগাছার উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, যশোর ডিসি অফিসের ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রকৌশলী এবং গদখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

এই প্রকল্পের ৩য় ফেজে নতুন ডিজাইনে নাভারনে নির্মানাধীন ৫ টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। তিনি নির্মাণ কাজের গুণগত মান ও খাস জমি নির্বাচন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। এই প্রকল্পের ১ম ও ২য় ফেজে ঝিকরগাছায় ৬৬ শতক খাস জমিতে ৩৩ টি ঘর নির্মিত হয়েছে।

এই প্রকল্পের ৩য় ফেজে ঝিকরগাছায় প্রায় ৩ একর খাস জমিতে মোট ১৩৩ টি ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের নতুন ডিজাইনে আর সি সি কলাম, বেস ও লিনটোন দিয়ে নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।