আগামীকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) সারাদেশে অনুষ্ঠিত হবে বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পুজা। পুজা উপলক্ষে টাঙ্গাইল বড় কালীবাড়ী প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী প্রতিমা মেলা। শহরের বিভিন্ন এলাকার পুজারীরা এই মেলা থেকে কিনে নিয়ে যাচ্ছেন প্রতিমাসহ পুজার সরঞ্জাম। তবে করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিমা বিক্রি কিছুটা কম বলছেন প্রতিমা শিল্পী ও বিক্রেতারা।
হিন্দু ধর্মাবল্বিদের বিশ্বাস অনুযায়ী বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী। এই দেবীর আরাধনা করেন হিন্দু ধর্মাবল্বি শিক্ষার্থীসহ সকল বয়সী মানুষ। শনিবার (৫ ফেব্রুয়ারী) সারাদেশের মন্দির, হিন্দু ধর্মাবল্বিদের বাসা-বাড়ি ও ক্লাবে এ পুজা অনুষ্ঠিত হবে। সারাদেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে পুজার আমেজ। পুজা উপলক্ষে টাঙ্গাইল বড় কালিবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী প্রতিমা মেলা। প্রতিমা তৈরীর কারিগররা মেলায় এসে প্রতিমা তৈরী ও বিক্রি করছেন। শহরের বিভিন্ন এলাকা হতে আসা পুজারীরা পুজার জন্য পছন্দ মতো প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। একইসাথে কিনছেন পুজার অন্যান্য সরঞ্জাম।
মেলায় ছোট, বড়, মাঝারী বিভিন্ন সাইজের প্রতিমা বিক্রি হচ্ছে। ছোট সাইজের প্রতিমা বিক্রি হচ্ছে তিনশ’ থেকে পাঁচশ’ টাকায়। মাঝারী সাইজের প্রতিমা বিক্রি হচ্ছে ছয়শ’ থেকে পনেরশ’ টাকায়। বড় প্রতিমা বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বারো হাজার টাকায়। করোনার কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার পুজার সংখ্যা অন্য বছরের তুলনায় কম।
টাঙ্গাইল বড় কালীবাড়ীর সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী বলেন, প্রতিমা মেলা উপলক্ষে ক্রেতা-বিক্রেতায় মুখোরিত বড় কালীবাড়ী প্রাঙ্গন। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা প মীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা হয়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়ম অনুসারেই হয়। এই দিন শিশুদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করা হয়।