ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৬ অক্টোবর ২০২৪ ১১:১৪:০০ অপরাহ্ন | রংপুর

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাফিপয়াত (৫) এবং সাফা আক্তার (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১১ টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাফিয়াত মাস্টার পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং নিহত সাফা আক্তার দেলায়ারের ভাই সুমনের মেয়ে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই বোন।

স্থানীয়রা জানায়, রোববার সকালে শিশ রাফিয়াত ও সাফা তাদের বাড়ির উঠানেই বৃষ্টির পানিতে খেলা করছিলো। এসময় খেলতে খেলতে বাড়ির লোকেদের চোখের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে চলে যায় এবং সেখান থেকেই নিখোঁজ হয়। বাড়ির লোকেরা শিশু দুটিকে না দেখতে পেয়ে খুঁজতে থাকে। পরে
স্থানীয়রা ওই দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ভোমরাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল মজিদ এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।