ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

তরকারির গরম ঝোল দিয়ে স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৮ ফেব্রুয়ারী ২০২২ ০৮:২০:০০ অপরাহ্ন | দেশের খবর
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আঞ্জুয়ারা আকতার(২৪) নামে গৃহবধুর তরকারির গরম ঝোল দিয়ে ঝলছে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে। স্বামী মিজানুর রহমান ওই গ্রামের ইনায়েজ আলীর ছেলে। 
 
গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কুশলডাঙ্গী ধারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বালিয়াডাঙ্গী হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় থাকা ওই গৃহবধু সাংবাদিকদের এ অভিযোগ করেন।  
 
গৃহবধু জানায়, গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুড়বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য  রান্না করা গরম মাংসের ঝোল গায়ে ছুড়ে মারে। ঝলসে যাওয়া শরীরে পানি দিয়ে গোসলখানায় ধোয়ার সময় লাঠি নিয়ে তাড়া করে মারধরের জন্য। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সে বাড়ী থেকে চলে যায়। 
 
তিনি আরও জানান, ঘটনার পর আমার চিকিৎসা না করে ঘরবন্দি করে রাখে। গত সোমবার আমার বাবা এসে আমাকে হাসপাতালে ভর্তি করায়। এমন স্বামীর সাথে কিভাবে সংসার করবেন, এ নিয়ে দুশ্চিন্তায় তিনি।
 
গৃহবধুর বাবা কমিরুল ইসলাম জানান, মেয়ের বিয়ে হওয়ার পর থেকে নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এর আগেও মেয়ের হাত ভেঙ্গে দিয়েছিল।  আমি থানায় লিখিত অভিযোগ করেছি। ঘটনার ন্যায় বিচার দাবি করেন তিনি। 
 
অভিযোগ অস্বীকার করে মিজানুর বলেন, মাংস রান্না করার সময় কথা কাটাকাটি হয়। পরে মাংসের বাটি নিয়ে কাড়াকাড়ির এক পর্যায়ে তার পড়ে যায়। ইচ্ছে করে আমি গায়ে গরম মাংসের ঝোল ফেলে দেয়নি। 
 
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক খাদেমুল করিম বলেন, ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। তবে মেয়ের বাবা মামলা মোকদ্দমায় না জড়াবে না মর্মে পুলিশকে জানানোর কারণে এখন পর্যন্ত পরবর্তী মামলা রুজু হয়নি।