ঢাকা, মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১

তাহিরপুরে সব ইউনিয়নেই নৌকার ভরাডুবি

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী ২০২২ ১১:৫০:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এ উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই হেরেছেন নৌকার প্রার্থী।

সোমবার তাহিরপুর উপজেলার সাত ইউপি নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে শেষ হাসি হাসলেন যারা তারা হলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী (চশমা) আলী হায়দার, শ্রীপুর দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী (ঢোল) আলী আহমদ মুরাদ, বড়দল দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) এম ইউনুছ আলী,বড়দল উত্তর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) মো. মাসুক মিয়া, বাদাঘাট উত্তর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী (ঘোড়া) মো. নিজাম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী (ঘোড়া) জুনাব আলী বালিজুরী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) মো. আজাদ হোসেন।

তাহিরপুর রির্টানিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বেসরকারি এই সাত জন ইউপি নির্বাচনে বিজয়ী হয়েছেন।

অপরদিকে নৌকার পরাজিত প্রার্থীরা হলেন- শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল খায়ের, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশ্বজিত সরকার, উত্তর বড়দল ইউনিয়নে জামাল উদ্দন, দক্ষিণ বড়দল ইউনিয়নে সাইফুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নে মো. সুজাত মিয়া, বালিজুড়ি ইউনিয়নে আতাউর রহমান ও তাহিরপুর সদর ইউনিয়নে মোতাহার হোসেন আখঞ্জী (শামিম)।