ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

নরসিংদীতে ২০টি ককটেল ও বিভিন্ন ধরণের ৪১টি অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১১ ফেব্রুয়ারী ২০২২ ০৮:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

নরসিংদীর রায়পুরায় ২০টি ককটেল, দেশীয় অস্ত্র ৩৮টি টেঁটা, একটি রামদা, ১টি ত্রিশলা, ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করেছেন রায়পুরা থানার পুলিশ। 

আজ শুক্রবার ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মোল্লা বাড়ীর  সমর্থকদের বাড়ীঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় মোল্লা বাড়ীর সমর্থিত জামাল মিয়া ও হৃদয় মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেন পুলিশ। 

এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, গৌরীপুর গ্রামের পাঠান বাড়ী ভাংচুরের ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে। আজ ভোরে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। বাকী আসামীদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৪ ফেব্রুয়ার গৌরীপুর গ্রামের পাঠান বাড়ীতে হামলা চালায় মোল্লা বাড়ীর সমর্থিতরা। এ সময় অন্তত ৩০টি বসতঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। আহত হন অন্তত ৫জন। এ ঘটনায় থানায় পৃথক দুইটি ভাংচুর ও লুটপাটের মামলা হয়।