টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে এক বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. মুজিবুল ইসলাম পান্না। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শুনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিলে এই জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
মামুদনগর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা (এমবি), সদস্য আহসানুজ্জামান উচ্ছ্বাস, যুবলীগ নেতা রাজিব আহমেদ রাজু, আলী আহম্মদ শিবলী সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।