টাঙ্গাইলের নাগরপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও পুরষ্কার বিতরণ ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে আ.লীগ, অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এমপি টিটু।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, উপজেলা আ.লীগ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।