নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে পাটকাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বয়োবৃদ্ধ কৃষক রাধা পল্লবকে (৭৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের ১১ জন আহত হয়েছেন।
নিহতের পরিবার জানায়, দেবভোগ গ্রামের রাধা পল্বব বিশ্বাস এবং পাশের বাহিরগ্রামের সালাম শেখের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ওই জমিতে সালাম শেখসহ তার লোকজন পাট কাটতে গেলে রাধা পল্লব ও তার ছেলেরা বাঁধা দেন। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এর মধ্যে রাধা পল্লব মারা যান। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। প্রতিপক্ষের চিকিৎসাধীন চারজন পুলিশি নজরদারিতে রয়েছে।
নিহতের পরিবার জানায়, দেবভোগ গ্রামের রাধা পল্বব বিশ্বাস এবং পাশের বাহিরগ্রামের সালাম শেখের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ওই জমিতে সালাম শেখসহ তার লোকজন পাট কাটতে গেলে রাধা পল্লব ও তার ছেলেরা বাঁধা দেন। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এর মধ্যে রাধা পল্লব মারা যান। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। প্রতিপক্ষের চিকিৎসাধীন চারজন পুলিশি নজরদারিতে রয়েছে।