শেরপুরে যাত্রীদের ভোগান্তি দূর করার লক্ষে অনলাইন বাস টিকিটিং সেবার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে অনলাইন প্লাটফর্ম “আওয়ার শেরপুর” এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিকিট বুকিং এর উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার গাজী আশিক বাহার, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল, বাস মালিক সুব্রত রায়, আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেনসহ অনেকেই।
বক্তারা বলেন, এই ওয়েবসাইটে নিজের আসন নিজে পছন্দ করাসহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। উদ্বোধন উপলক্ষে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একজন যাত্রী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবে। এছাড়াও প্রথম ১০০ জন যাত্রীর জন্য থাকছে ১০% ছাড়। প্রথমদিকে শেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও এলিট এক্সপ্রেস বাস অনলাইনে টিকিটংয়ে যুক্ত হয়েছে। পরবর্তীতে সব বাস অনলাইনের আওতায় আসবে বলে জানান তারা।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ