জাঁকজমক পূর্ণভাবে উদযাপিত হয়েছে দেশের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'স্লোব বাংলাদেশ' এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার (০৬জানুয়ারি) পটুয়াখালীর বাউফলের চন্দ্রপাড়া গ্রামে তাদের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্দ্যেশ্যে ১৯৯৫ সালের দিকে বাউফল উপজেলায় কাজ শুরু করে 'স্লোব বাংলাদেশ'। বর্তমানে পটুয়াখালী ও বরিশাল জেলার চার উপজেলায় স্লোব কার্যক্রম পরিচালনা করছে। গ্রামীন উন্নয়ন ছাড়াও বর্তমানে স্লোব বাংলাদেশের অধীনে একটি হাসপাতাল, দুইটি এতিমখানা ও একটি ট্রেইনিং সেন্টার পরিচালিত হচ্ছে।
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অ্যাম্ব. এম. রিয়াজ হামিদুল্লাহ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত (বাংলাদেশ) অ্যাম্ব. আন্দ্রে কারেস্টনস, এনজিও ব্যুরোর মহাপরিচালক আনোয়ার হোসেন, গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত, স্লোব বাংলাদেশের প্রতিষ্ঠা ও প্রধান উপদেষ্টা মোতালিব ওয়েইটার্স, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ