ঢাকা, সোমবার ৬ জানুয়ারী ২০২৫, ২৩শে পৌষ ১৪৩১

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন পেশার মানুষের সাথে জেলা প্রশাসককের মতবিনিময়

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : | প্রকাশের সময় : বুধবার ১৬ অগাস্ট ২০২৩ ০২:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে নবাগত জেলা প্রশাসক জনাব মো: নূর কুতুবুল আলম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম (নতুন) সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইয়েমা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক জনাব নূর কুুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো: আবু বকর সিদ্দিকী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রিয়াজুল হক  এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  জহিরুল ইসলাম (জুয়েল), উপজেলা পরিষদের (মহিলা) ভাইস চেয়ারম্যান মোসা: হাসিনা হাবিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইমরান জাহিদ খান, অফিসার্স ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী  লীগ এর সভাপতি অধ্যাপক গাজী আতহার উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক জনাব জসিম উদ্দিন জুয়েল ব্যাপারি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আবদুল আজিজ মল্লিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রমূখ।