ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

পাবনায় দিনব্যাপী নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কলিট তালুকদার. পাবনা : | প্রকাশের সময় : বুধবার ৯ ফেব্রুয়ারী ২০২২ ০৪:১২:০০ অপরাহ্ন | দেশের খবর
"মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান" এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় দিনব্যাপী নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার দুপুরে পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এর সম্মেলন কক্ষে অধ্যক্ষ  মকছেদুল আলমের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যদেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আতিকুল রহমান, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান,সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতেই  নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের জন্য বর্তমান সরকার ও সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমুহের কার্যক্রম বিষয়ক বিভিন্ন তথ্যচিত্র ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর অমল কুমারের পরিচালনায় সভায় বক্তারা প্রশিক্ষণ নিয়ে  দক্ষতা অর্জন করে বিদেশ গমনের জন্য আহবান জানানোর পাশাপাশি দেশের বিদেশী কল্যাণ সংস্থা ব্যাংকের মাধ্যমে সহযোগিতা নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ প্রদানসহ  ঝুকি নিয়ে সুমদ্র পথে বিদেশ না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।