র্যাব-১২ সদর কোম্পানীর একটি দল পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে আগ্নিয় অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে। আটককৃত শাহিদুল ইসলাম (৩২) আতাইকুলার শ্রীকোল গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে মনুর ছেলে। র্যাবের দাবী আটককৃত যুবক একজন অস্ত্র ব্যবসায়ী। সে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।
র্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও অর্ডন্যান্স এবং সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল পাবনার আতাইকুলার সাদুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালায়। এসময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলিসহ শাহিদুল ইসলামকে আটক করে। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলা দায়ের হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আটককৃত যুবক কে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।