ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

পুলিশি বাঁধা উপেক্ষা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২ ০৫:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় শহরের সাতমাথায় সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।    

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ, সহ সাধারণ সম্পাদক কমরেড হরি শংকর সাহা, কমরেড হাসান আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, টি ইউ সি নেতা ফজলুর রহমান, যুবনেতা সাজেদুর রহমান ঝিলাম, যুবনেতা সুলতান আহমেদ রবিন ও ছাত্রনেতা মোঃ সাদ্দাম হোসেন। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড শাহ নিয়াজ কবির খান পাপ্পু।

নেতৃবৃন্দ বলেন, লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়ে জনগণের পকেট থেকে শতশত কোটি টাকা মুনাফা ও লুটপাটকরে নিচ্ছে।

সরকার কার্যত অসহায়, সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারছে না। বর্তমান সরকার বৃহত্তর জনগোষ্ঠী তথা গরীব মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করে না, এই সরকার তাদের স্বার্থ রক্ষা করছে। 

নেতৃবৃন্দ আরও বলেন, যারা জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়ে জনগণের পকেট থেকে শতশত কোটি টাকা মুনাফা ও লুটপাট করে নিচ্ছে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন একইসাথে টিসিবির কার্যক্রম জোরদার, শহর গ্রামের গরীব মেহনতি মানুষের মাঝে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। 

অবিলম্বে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য ও জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান। 

অদ্যকার দাম কমাও, জান বাঁচাও কর্মসূচির বিক্ষোভ মিছিলে নবাব বাড়ির সামনে পুলিশের বাঁধার বিরুদ্ধে নেতৃবৃন্দ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।