যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে ৪ বিঘা জমিতে লাগানো ইরিধানের ক্ষেতে ঘাষ মারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহম্পতিবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা মাঠে সিরাজুল ইসলাম (৫৫) এর ৪ বিঘা জমিতে ঘাষ মারা ওষুধ স্প্রে করে। যার কারনে জমিতে লাগানো ইরি ধানের চারা পুড়ে নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক সিরাজুল ইসলাম শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত গোলাম নবীর ছেলে। এ ঘটনায় কৃষক সিরাজুল ইসলাম বাদী হয়ে সন্দেহ করে কাশিয়াডাঙ্গা গ্রামের ২ জনের নামে শার্শা থানায় একটি অভিযোগ করেছেন।
কৃষক সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে কাশিয়াডাঙ্গা মাঠের জমিতে চাষাবাদ করে আসছি। এবারও তিনি তার ৪ বিঘা জমিতে প্রায় ১ মাস আগে ইরিধান রোপন করেন। গত ১ মাসে তার ধান সবুজে পরিনত হয়। শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখেন তার ৪ বিঘা জমির ইরিধানের চারা পুরোটাই পুড়ে গেছে। এ সময় আসে পাশের কৃষকেরা দেখে বলেন, রাতের কোন এক সময় ঘাষমারা ওষুধ স্প্রে করার কারনে ধানগাছ পুড়ে গেছে।
তিনি বলেন, তার জমিতে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। কাশিয়াডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান ও ফারুক হোসেন নামে দুই ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে তার জমিতে এ ওষুধ স্প্রে করেছে বলে সন্দেহ তার। এর আগেও শত্রুতা করে সিরাজুলের ঐ জমিতে আমন ধানে ঘাষ মারা ওষুধ স্প্রে করে ক্ষতি সাধন করেন। শত্রুতা করে ১ বিঘা জমির কলাসহ গাছ কেটে দেয়। তিনি এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এমন কাজ জঘন্যতম অপরাধ। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছে। তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।