এবার নিজের সম্মানীর টাকা থেকে পৌর এলাকার ১৬৮ টি মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনকে ঈদ উপহার প্রদান করলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।
আজ রোববার(১৬ এপ্রিল) সকাল ১১ টায় পৌর সভার শেখ সেলিম মিলনায়তনে ৩৩৬ জন ঈমাম ও মোয়াজ্জিনকে ২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৭২ হাজার টাকা ঈদ উপহার প্রদান করেন।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।ঈদের আগে পৌর মেয়রের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ঈমাম মোয়াজ্জেনগণ।
এর আগে, গত ১২ এপ্রিল পৌর মেয়র শেখ রকিব হোসেন পৌরসভার স্বল্প বেতনের ১২৪ জন পরিচ্ছন্নতা কর্মিকে ৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ২০ হাজার প্রদান করেন ঈদ উদযাপনের জন্যে।এ নিয়ে তিনি মোট ১২ লক্ষ ৯২ হাজার টাকা ঈদ উপহার প্রদান করলেন।