শাহজাহান আলী ওরফে নাহিদ( ৪০),বাড়ি হাড়ীভাঙ্গা মাজার, হবিবর এর ছেলে নাহিদ রিক্সাচালক হিসেবে ঢাকায় থাকতো, ঘন ঘন পেশা পরিবর্তবন করত যেন সহজে কেউ ধরতে না পারে যে সে আত্মগোপনে আছে।
কিন্তু তার জানা ছিল না যে অন্যায় কখনও ঢেকে রাখা যায় না। মিথ্যা আর অন্যায় সত্যের কাছে হার মানবে, প্রায় তিন বছর আত্মগোপনে থাকার পরে পুলিশের কৌশলের কাছে হেরে গেলেন নাহিদ।
কিছুদিন থেকেই কানাকানি হচ্ছিল যে নাহিদ মরেনি সে ঢাকায় আত্মগোপনে আছে, পুলিশ খবর পেয়ে সোর্স মারফত নানা কৌশল করে তাকে নিয়ে আসেন লালমনিরহাটে।
জমিজমার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টায় নিজে আত্মগোপন করেছিলেন ঢাকায়। বাড়ি থেকে বের হওয়ার আগে রক্তমাখা লুঙ্গি ও জামা রেখে যান যেন সাংবাদিক, পুলিশ ও এলাকাবাসী বুঝতে পারেন যে তিনি নিহত হয়েছেন।
পরে থানায় স্ত্রীর লিখিত আবেদনের প্রেক্ষিতে লালমনিরহাট থানায় এই তারিখে জিডি করা হয় জিডি নং ৪১৪ তারিখ ০৮/০৪/২০১৯
অনেকদিন পরে নাহিদ কে নিয়ে কানাকানি চলে তার এলাকায় পরে লালমনিরহাট থানায় এখবরটি আসলে লালমনিরহাট সদর ওসি শাহ আলম বিষয়টি আমলে নেন, এবং তাকে গ্রেপ্তারের বিভিন্ন কৌশল অবলম্বন করে লালমনিরহাটে হাজির করে তাকে গ্রেফতার করেতে সক্ষম হন। অবশেষে নাহিদ নিহতের ধুম্রজাল কাটে পরে নাহিদকে গ্রেফতার করে লালমনিরহাট কোর্টে সোপর্দ করা হয়।