ফরিদপুরের আলফাডাঙ্গায় কুচিয়াগ্রামে পানিতে ডুবে সোলায়মান মোল্যা নামের ১২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সোলায়মান ওই এলাকার রাসেল মোল্যার ছেলে।
শুক্রবার(৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুচিয়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু সোলায়মান খেলতে গিয়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল মাহমুদ সোহান বলেন, হাসপাতালে আশার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।