বগুড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। দু’ সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমন বেড়েছে ৩ গুনেরও বেশি। সর্বশেষে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় করোনা সংক্রমনের হার ৫০ ছাড়িয়েছে। এটি করোনা সংক্রমন শুরু হওয়ার পর থেকে বগুড়ায় সর্বোচ্চ সনাক্তের হার। এছাড়া একই সময় চলতি মাসে করোনায় দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ২০০ জন করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ২। এটি দেশে করোনা সংক্রমন শুরু হওয়ার পর জেলায় শনাক্তের হারের ক্ষেত্রে সর্বোচ্চ । এর আগের দু’ দিন শনাক্তের হার ছিলো ৩৫ ও ৪৮ দশমিক ৬৫। তিনি আরো জানান গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে চলতি মাসে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। জেলা সিভিল সার্জন অফিস সুত্র জানায় গত ১২ জানুয়ারি জেলায় শনাক্তের হার ছিলো ১৬।