ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

বগুড়ায় ছাত্রদল-ছাত্রলীগের ধাওয়াঃইটপাটকেল নিক্ষেপ

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৫:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ায় মঙ্গলবার দুপুরে ছাত্রদল ও ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে ধাওয়া হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। তবে পুলিশ দু’পক্ষকে শান্ত করে।

শাহজালাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ি মঙ্গলবার সকালে বগুড়া জেলা ছাত্রদল শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিকী অনশন- সমাবেশ শুরু করে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান জানিয়েছেন তাদের কর্মসুচীতে প্রায় ৩শ নেতাকর্মী অংশ নেন। সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত এই কর্মসুচী ছিলো। সংশ্লিস্টরা জানায়, দুপুর ১ টার দিকে ছাত্রলীগের কয়েক জন ছাত্রদলের সমাবেশস্থলের সামনে দিয়ে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে আসার সময় উত্তেজনা দেখা দেয়। ছাত্রলীগ জানায়, বিনা উস্কানীতে ছাত্রদলের কর্মসুচী থেকে উস্কানীমুলক শ্লোগান ও ধাওয়া দেয়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা একসঙ্গে সেখানে গেলে ধাওয়া শুরু হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ছাত্রলীগ সেখান থেকে মিছিল করে শহরের নওয়াববাড়ি সড়কে জেলা ছাত্রদলের কার্যালয়ে যায়। তবে সেখানে বড়ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জানিয়েছে, তাদের কর্মসুচীতে ছাত্রলীগ হামলা চালায়। এতে তাদের ৪/৫ জন কর্মী আহত হয়েছে। অপর দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে আসার সময় ছাত্রদল মারমুখী অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তিনি বর্তমান কোভিড পরিস্থিতির বিধিনিষেধের মধ্যে ছাত্রদলের কর্মসুচীর সমালোচনা করেন।