চট্টগ্রামের বাঁশখালীতে শহীদ মিনারে ফুল দেওয়া ও জয়বাংলা শ্লোগান দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ঘটনায় মোহাম্মদ মামুন (৩৭) ও নাজিম উদ্দীন (২৭) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার গন্ডামারা ও মনকিচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ মামুন গন্ডামারা ইউনিয়নের হাদিরপাড়ার লাতু সিকদার বাড়ির নুরুল আমিনের ছেলে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী নাজিম উদ্দিন শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার ফরিদ আহমেদের ছেলে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আদালতে সোপর্দ করা হবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে