ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ ০৩:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। পৌর এলাকার সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ শিবিরে অন্তত ৩০০ জন সেবা নিতে আসেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তৃণমূল মানুষ যারা অর্থের অভাবে চক্ষু চিকিৎসা করাতে পারেননা তাদের ঠিকানা এখন ফাইভ ষ্টার ক্লাব। চক্ষু হাসপাতাল তৈরিতে আমার পক্ষ থেকে সর্ব্বোচ্চ সহযোগিতা থাকবে। একটি কিডনি হাসপাতালে যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ফাইভ ষ্টার ক্লাবের সেবামূলক কাজ গুলো জেলাবাসী সব সময় ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। 

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও মো. খালেদ হাসান আজাদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেরা সোবহান সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদিউজ্জামান ভূইয়া, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা, জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন রিপন, আলী আজম, মনির হোসেন, মাঈনুল ইসলাম, নজরুল ইসলাম।পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা আতিকুল হক জালাল, জসিম উদ্দিন, রাশেদুল হক, ওসমান,  আজহার উদ্দিন চৌধুরী দিদার, , মামুন মিয়া, যুবনেতা  সাঈদ হাসান সানি, রাশেদ সওদাগর, কামরুল, মহিবুর রহমান ডিকন। জেলা ছাএদলের যুগ্ন আহবায়ক সাজিদুর রহমান, রেদওয়ান হক শিশ, শাহাদত হোসেন হৃদয় প্রমুখ।

 

বায়ান্ন/এসএ