ঢাকা, সোমবার ৬ জানুয়ারী ২০২৫, ২৩শে পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : বুধবার ১৬ অগাস্ট ২০২৩ ০৬:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী। এই উপলক্ষে গৃহিত নানান কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন করা হয়।
 
 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা শহরের লোকনাথ ট্যাঙ্কেরপাড় থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনপূর্বক গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার, সরকারী বে-সরকারী অফিস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও দিনটি পালনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, চিত্রাঙ্কণ, আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ জেলার সকল মসজিদে বিশেষ দোয়া সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।