ময়মনসিংহের চার উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত ও সেনা সদস্যসহ ২২ জন আহত হয়েছেন। জেলার ভালুকা, মুক্তাগাছা, গফরগাঁও ও ত্রিশাল উপজেলায় পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।
বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় লাবিব ফ্যাক্টরীর পূর্বপাশে অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় মুর্তুজা খাতুন(৬০) নামের এক নারী ও তার নাতি জান্নাত(৩) মিয়া নিহত হন। এসময় নিহতদের লাশ চাপা থেকে বাঁচাতে গিয়ে একটি দ্রুতগামী বাস সেনা বাহিনীর একটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ৭জন সেনা সদস্য আহন হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন, সার্জেন্ট মির্জা (৪০), কাউসার আহমেদ (২২), মাহফুজুর রহমান (২২), সেনা সদস্য কাজী আল মামুন (৩৪), আব্দুল্লাহ (২২), রোমান মিয়া (২২) ও গোবিন্দ চন্দ্র (৩৭)। অপরদিকে একইদিন দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে নিশাইগঞ্জের মোড় এলাকায় লরির ধাক্কায় বিরুনীয়াগামী সিএনজি চালিত অটোরিক্সা উল্টে খাদে পড়ে যায়। এ সময় উপজেলার কুল্লাব গ্রামের মোতালেব তালুকদারের ছেলে কাঞ্চন তালুকদার (৩৫) নিহত হন। এসময় ইয়াসমিন (৪০), সানিয়া (১০), হ্যাপি (২০) ও অন্তরা (২০) আহত হন। আহতদের মাঝে অন্তরা ও হ্যাপিকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে জেলার মুক্তাগাছা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৩জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের ঘাটুরী এলাকায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী একটি ট্রাক চেচুয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি সিএনজি অটোরিকসাকে চাপা দিলে রিনা খাতুন (৫০) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন। নিহত রিনা মুক্তাগাছা উপজেলার ধানুকা গ্রামের সুরজ আলীর স্ত্রী। আহত তিনজন আরিফুল আলম (৩২), আমির উদ্দিন (২৩) ও সিএনজি চালক সজিব (১৭)কে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুক্তাগাছা শহরের বড়হিস্যাবাজার এলাকায় রুমা সিনেমা হলের সামনে মাহিন মিয়া (১৬) নামের এক মোটর সাইকেল আরোহীকে ইউনাইটেড গ্রপের একটি তেলবাহী ট্যাংকার চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মাহিন শহরের মনিরামবাড়ি এলাকার জুলহাসের পুত্র।
দুটি ঘটনায় মুক্তাগাছা থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।
গফরগাঁওয়ের পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান জানান, বুধবার সকালে উপজেলার খুরশিদ মহল এলাকায় মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে জোবায়ের ঢালী (৩২) নামের এক প্রবাসী মারা যান। সে গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের হুমায়ুন ঢালীর ছেলে।
অপরদিকে, ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজির শিমলা এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকে ঢাকা গামী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিন্নাতুর নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ সময় নিহত শিশুর মাসহ অন্তত ৮ জন আহত হন।