যশোর শহরের প্রাণকেন্দ্রে স্টেডিয়াম মার্কেটস্থ বুকশপ নির্বাচিত লাইব্রেরিতে সাহিত্য সংগঠন সপ্তাহে একটি বই পড়ির উদ্যোগে আজ ৭ ডিসেম্বর শনিবার বিকাল চারটায় বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক বুদ্ধদেব বসুর কালজয়ী নাট্যগ্রন্থ ‘তপস্বী ও তরঙ্গিণী’ বইটি নিয়ে তিনঘন্টাব্যাপী গীতি-নাট্য-কাব্য ও পাঠ-প্রতিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে তাজা গোলাপ-গাঁদা ও রজনীর সৌরভে দেবদারু-চালতার লতাপাতায় প্রতীকী তপোবনের চিত্র সৃষ্টি করা হয় পাঠ অঙ্গনে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা করেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোফাজ্জেল হোসেন ও সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক খবরের কাগজের যশোর জেলা প্রতিনিধি এইচ আর তুহিন ও দৈনিক প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন এবং মাঝে মাঝে গান গেয়ে শোনান শিল্পী মুস্তাহিদ হাসান শাকিল, ফাহিম আল ফাত্তাহ এবং কবিতা আবৃত্তি করেন চলন্তিকা বিশ্বাস পুতুল।
এছাড়াও চার পঙতির রুবাই পরিবেশন করেন কবি মামুন আজাদ। অনুষ্ঠানের মাঝে আকস্মিকভাবে বইয়ের কেন্দ্রীয় চরিত্র ঋষ্যশৃঙ্গ ও তরঙ্গিণী নিয়ে অপু দেবনাথ ও লিমা নাটকের মনোরম ও আকর্ষণীয় অভিনয় করে দেখান।
বুকশপ নির্বাচিত, যশোরের শাখা ব্যবস্থাপক মাঈনুদ্দিন রিংকুর স্বাগত বক্তব্যসহ বই নিয়ে পাঠচক্র বন্ধুদের দুর্দান্ত আলোচনা যুদ্ধে অংশগ্রহণ করেন— পাঠচক্রবন্ধু মুরাদ আহমেদ, অপু, খাদিজা একরাম এষা, ঈথিলা, মাজেদা, অভিজিৎ তরফদার, রাবেয়া খানম, ইলা, সায়মা প্রমুখ।
বায়ান্ন/এসবি