ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীর দক্ষিণখানে আতঙ্কের নাম মুফতি বখতিয়ার

মোহাম্মদ আকতারুজ্জামান : | প্রকাশের সময় : শুক্রবার ৪ ফেব্রুয়ারী ২০২২ ০৩:১২:০০ অপরাহ্ন | দেশের খবর
রাজধানীর দক্ষিণখানে মূর্তিমান এক আতঙ্কের নাম মুফতি বখতিয়ার! তিনি জঙ্গি তৎপরতার জড়িত রয়েছেন বলে জানা যায়। 
 
বিভিন্ন সূত্রে প্রকাশ,  যারা একসময় আফগানিস্তান গিয়ে সশস্ত্র উন্নত ট্রেনিং  নিয়ে দেশে ফেরৎ এসে ইসলামী শাসন ব্যবস্থার নামে মৌলবাদ প্রতিষ্ঠায় জঙ্গী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম মুফতি বখতিয়ার। 
জামাত বিএনপি জোট সরকারের আমলে কোন এক সময় বখতিয়ারের আস্তানা পরিদর্শনে এসেছিলেন ওসামা বিন লাদেনের প্রতিনিধিরা।  সে সময় মুফতি হান্নান এখানে নিয়মিত যাতায়াত করতেন বলে জানা যায়।
 
সে সময় বিভিন্ন এনজিও এবং নানা পন্থায় অর্থ সহযোগিতা আসতো বাংলাদেশের প্রতিটা জঙ্গী কর্মকান্ডে। আর এর মূল দ্বায়িত্বশীল ছিলেন মুফতি বখতিয়ার। তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন এসব ঘটনায়।
দেশে একযোগে ৬৩ জেলায় বোমা হামলা থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতের ঘটনা পর্যন্ত সকল কর্মকাণ্ডে তাঁর প্রত্যক্ষ উপস্থিতি প্রশাসনের সকল পযার্য়ে অবগত আছেন বলেও জানা যায়। 
 
সূত্রে প্রকাশ, মুফতি বখতিয়ার হরকাতুল জিহাদের শীর্ষ নেতা। তাঁর বিরুদ্ধে ৫০টির বেশি মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়। বাংলাদেশ ও ভারতে তিনি ১০ থেকে ১২ বার জেল খেটেছেন।
 
বিগত দিনে পলাতক অবস্থায় থাকলেও বর্তমানে প্রকাশ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে আফগানিস্তানে তালেবানরা দখলে আসায় এদেশের আফগান পন্তিরা অক্সিজেন পেয়েছেন!
 
কিছুদিন যাবৎ ঢাকাসহ ঢাকার বাইরে গোপন বৈঠক করছেন বলে জানা যায়। তবে ভিন্ন ভিন্ন নামে নতুন কৌশলে এলাকা অনুযায়ী এগুচ্ছে তাঁর অনুষারীরা। 
 
গত ৪ মাসে ঢাকার উপকন্ঠ দক্ষিণখান বাজারের হকার্স মার্কেটের পিছনে ১৩ থেকে  ১৪ বার গোপন বৈঠক করেন তাঁরা। যাঁরা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই জামাত ও ছাত্র শিবীরের নেতাকর্মী হিসেবে এলাকায় চিহ্নিত। 
 
সূত্রে আরও প্রকাশ, বখতিয়ারের ভাই তুষার মওদুদ আহমেদ এর একটি বিতর্কিত এনজিও ( মানবাধিকার সংগঠন) যা ইতোমধ্যে সরকার ব্যান্ড করে দিয়েছে। ওই সংগঠনের মোড়কে তুষার সভাপতি পরিচয় দিয়ে ঢাকা উত্তরের ব্যানারে মূলত বখতিয়ারের মৌলবাদ কার্যক্রম বাস্তবায়ন করছেন। 
বিগত দিনে তুষারের নেতৃত্বে বখতিয়ারের মাদ্রাসার শতাধিক পাগড়ী মাথায় ছাত্র নিয়ে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠিতে আহত হয়। 
জানা যায়, আওয়ামী লীগের কোলে আশ্রয় নিয়েই নাকি বখতিয়াররা এতোদিন লুকিয়ে ছিলো। ঢাকা উত্তরের সাবেক এক ছাত্রলীগ নেতা, হাইব্রিড অনুপ্রবেশকারী চাঁদাবাজ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্যতম এক সদস্য এই জঙ্গীদের বিপদে আপদে এগিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে। 
 
জানা যায়, দক্ষিণখান বাজার এলাকা কেন্দ্র করে ফের সক্রিয় হচ্ছে তারা। 
আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েই চালাচ্ছেন সরকার বিরোধী তৎপরতা। দক্ষিণখান থানার স্থান পরিবর্তনের পর থেকে নতুন করে সক্রিয় হচ্ছে তাঁরা বখতিয়ারের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চলে তাদের সাংগঠনিক আলোচনা ও কর্মকাণ্ড।
 
মুফতী বখতিয়ার এখন দক্ষিণখান বাজারে দ্বীনি শিক্ষার আড়ালে সক্রিয়। দক্ষিণখান বাজার ও সরদারবাড়ী এলাকাসহ বিভিন্ন স্থানে আলাদা আলাদা বৈঠকখানা ও আস্তানা পরিচালনা করছেন।