রাজশাহী নগরীতে একটি অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে দ্রুত তারা ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, রাজশাহী নগরীর কয়েরদাঁড়া এলাকায় মা আমেনা অটোসেন্টারে বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ১৫টি বড় অটো,৩০টি অটোরিক্সা ও একটি অ্যাপাচি 4v গাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অটো গ্যারেজের মালিক নাদিম হোসেন তা জানান।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অটোরিকশার গ্যারেজে শর্ট সার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। এখনো দমকল বাহিনী ঘটনাস্থলে কাজ করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌছায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে নইলে আরো বেশী ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো বলে জানান।