র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় বগুড়া শহরতলীর গোদারপাড়া বাজারের পশ্চিমপার্শে বগুড়া টু নওঁগাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে।
এ সময় প্রায় পৌনে ৬টার দিকে ১টি পিকআপকে (ঢাকা মেট্রো-ন-১২-২৮৩৩) থামিয়ে তাতে থাকা ২জনকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তিতে পিকআপের পিছনে বিশেষ কায়দায় রাখা ৩৬.৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো নরসিংদী জেলার কাউরিয়াপাড়া সাটিরপাড়া গ্রামের মৃত কবির মিয়া পুত্র মোঃ জুয়েল মিয়া (৪৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দপুর গ্রামের মৃত নুর ইসলামের পুত্র মোঃ কামাল উদ্দিন (৫১)। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নাম প্রকাশ করে এবং তাদের হেফাজতে থাকা পিকআপ এর পিছনে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে পিকআপের পিছনে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ৩৬.৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এছাড়াও তাদের সাথে থাকা ১টি পিকআপ, ২ টি সাদা ড্রাম, ৩টি মোবাইল, ২টি সিম এবং নগদ ৩,৫৫০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা এর বড় বড় চালান সমগ্র বাংলাদেশে সরবরাহ করে আসছিল।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।