ঢাকা, সোমবার ৬ জানুয়ারী ২০২৫, ২৩শে পৌষ ১৪৩১

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ অগাস্ট ২০২৩ ০৩:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের গাড়ারন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত  এক (২৫) যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে রেললাইনের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশনে খবর দেয় স্থানীয়রা।


এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় শিক্ষক সাইফুল ইসলাম বলেন, রাতের কোনো একটি ট্রেনে অথবা ভোর বেলার ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত যুবকের পরনে হাল নীল রঙের জিন্স প্যান্ট ও কালো রঙের ফুল হাতা শার্ট রয়েছে। আমরা রেলওয়ে স্টেশন মাস্টারকে জানিয়েছি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামিমা আক্তার  বলেন, জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের গাড়ারন এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক যুবকরে মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, গত রাত সাড়ে ১২ টার সময় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পে জানানো হয়। পরে সকাল ৯টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।