ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সকল শ্রেণীর বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো দরকার-শফিক

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৯ জানুয়ারী ২০২২ ০৮:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের সকল মানুষের জন্য কাজ করেন। সকল দূর্যোগ মহামারিতে তারা সামনে থেকে কাজ করেন। মহামারি করোনা মোকাবেলায় সরকার বাড়ী বাড়ী ত্রান দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। আবারো করোনা হানা দিয়েছে সবাই সামাজিক দুরুত্ব বজায় রাখি আর মাস্ক ব্যবহার করি নিজে ভাল থাকি অন্যকে ভাল রাখি। সকল নাগরিককে করোনা টিকার আওতায় এনেছে এটা আমাদের সরকারের বিরাট সাফল্য। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সকল অসহায় বঞ্চিত মানুষদের নিয়ে ভাবেন। বয়স্ক মানুষ পাচ্ছেন বয়স্ক ভাতা, বিধবা নারী পাচ্ছেন বিধবা ভাতা আরো অনেক ভাতা দিয়ে সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে। মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন মানুষকে করে দিয়েছে জায়গা সহ পাকা বাড়ী যাহা পৃথিবীর ইতিহাসে বিরল।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষনে দাড়িয়ে আমি আরো বলতে চাই এই ২০২২ ইং সালে আপনাদের টাকায় নির্মিত স্বপ্নের পদ্মা সেতু,মেট্রোরেল সহ একাধিক মেঘা প্রকল্প জনগনের জন্য শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সেতু হয়ে বগুড়া,রংপুর মহাসড়কের কাজ দ্রতগতিতে এগিয়ে চলছে। এই সব উন্ময়ন দেখে স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তারা নানা গুজব ছড়িয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই।তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে। শনিবার বিকেল ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগ সাবগ্রাম ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বুজর্গধামা রাহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শফিক প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন,  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা সাখাওয়াত হোসেন সফিক।তিনি আরো বলেন সমাজের সকল শ্রেনীর বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানো দরকার তাহলে সহজেই সুখী,সমৃদ্ধি সোনার বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।ইউনিয়ন শাখার সভাপতি ইসরাইল হক সরকারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য এম এ বাছেদ, মোঃ আবু সেলিম,বগুড়া েেজলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রভাষক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান মামুন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি শাহিনুর ইসলাম মাহিন, আব্দুস সালাম, এস এম মিল্লাত, অধ্যক্ষ আব্দুল হাই বেগ, শফিউল্লাহ সরকার, আল মামুন, মুকুল ইসলাম, মাহমুদুন্নবী রাসেল, সাজ্জাদুর রহমান নুর, জোবাইদুল ইসলাম আসাদ, শাকিল ইসলাম বুলেট, ওবায়দুল্লাহ সরকার স্বপন, সেভিট মন্ডল, আশরাফুল ইসলাম খোকা, শফিকুল ইসলাম, আবু হোসেন, আবেদ আলী, জালাল পাইকার, আব্দুল ওহাব প্রমূখ।