সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার কার্যনির্বহিী কমিটির নির্বাচনে তৌফিক হাসান ময়না ৭৮ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এপদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারুল ইসলাম পেয়েছেন ৬৩ ভোট ও অপর প্রার্থী গৌতম কুমার দাস পেয়েছেন ১৫ ভোট। ৭৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ সিদ্দিকী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ৭৫ ভোট।
শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। সংগঠনের ১৫৮ জন ভোটারের মধ্যে ১৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকিম এম এ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে আলমগীর কবির, এস এম বেলাল হোসেন, অর্থ সম্পাদক পদে রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক পদে এইচ আলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লুবনা জাহান, কার্যনির্বাহী সদস্য পদে আসাদুর রহমান খোকন, রেবেকা সুলতানা মৌসুমী, প্রবীর মোহন্ত, আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবর রহমান মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আব্দুল হান্নান। সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কবি জয়ন্ত দেব ও এ্যাড. পলাশ খন্দকার।