ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সাহসীকতা ও বীরত্বপূর্ণ অবদানে র‍্যাব অধিনায়কের পিপিএম পদক অর্জন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ৪ ফেব্রুয়ারী ২০২২ ০৬:২০:০০ অপরাহ্ন | দেশের খবর
 
অসীম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার 
রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ মেডেল) পেয়েছেন। র‍্যাব-১৪ ময়মনসিংহের মধ্যে একমাত্র কিশোরগঞ্জের ভৈরব র‍্যাব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এই পদকে ভূষিত হয়েছেন। 
র‍্যাব ফোর্সেস সদর দপ্তর গেল ৩০ জানুয়ারী এক চিঠি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গেল ২০ জানুয়ারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। 
অপরাধ দমনে এবং র‍্যাবের একাধিক অভিযানে ব্যাপক সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি রাষ্ট্রীয়ভাবে এই জাতীয় পুরস্কার পেলেন। এর আগে ২০১৮ সালে তিনি আইজিপি পদক অর্জন করেন। এবার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ মেডেল) পেয়েছেন।
জানাগেছে, ২০১২ সালের ৩ জুন এএসপি (সহকারী পুলিশ সুপার) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ২০১৪ সাল থেকে ২০১৮ সালের ৯ এপ্রিল পর্যন্ত তিনি সিআইডিতে কর্মরত ছিলেন। একই বছরের ১০ এপ্রিল পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র‍্যাবে যোগদান করেন। রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এর বাবার নাম মো. শামস্ উদ্দিন, মা রেহেনা বেগম। তার জন্মস্থান বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খোদাবন্দবালা গ্রামে।
সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, এ অর্জন শুধুমাত্র ভৈরব র‍্যাব ক্যাম্পের জন্য নয়, পুরো র‍্যাব-১৪ এর সকলের জন্য। এই পদকপ্রাপ্তি বিরাট সম্মান ও মর্যাদার। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় এই পদক কর্মক্ষেত্রে কাজ করতে আরও উৎসাহ ও গতিশীলতা বাড়াবে। 
রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের আরও বলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সৃষ্টিকাল থেকেই অপরাধ দমণে কাজ করে যাচ্ছে। ফলে র‍্যাব সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।