হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বড়হান বিলে ঐতিহ্যবাহী পলবাইছ অসম্পূর্ণ, হতাশ হয়ে ফিরে গেছেন পলবাইছে অংশগ্রহণকারীরা। আজ বৃহস্পতি সকাল ১১ টার সময় বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বড়হান বিলে ঐতিহ্যবাহী পলবাইছ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী পলবাইছের তারিখ ও সময হবিগঞ্জ জেলা ও জেলার বাহিরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।
এতে করে নির্ধারিত সময়ে বানিয়াচং উপজেলার আশেপাশের বিভিন্ন গ্রাম ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলভীবাজার থেকেও পল বাইছে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ। পলবাইছ কিছু সময় চলার পরেই বন্ধ করে দেয় আয়োজক কমিটির লোকজন । এতে করে তীব্র শীত উপেক্ষা করে পলবাইছে অংশহণকারীরা মাছ শিকার না করেই হতাশ হয়ে ফিরে যান । আয়োজক কমিটির দাবি পলবাইছে অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের আগেই মাছ শিকার করতে ব্যস্ত হয়ে যান। এমনকি নদীতে এক মাত্র বাশের ভেলাটি তারা বন্ধ করে দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে পলবাইছের পুরো আয়োজনটি বন্ধ করে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওই এলাকার মেম্বার মোহাম্মদ জালাল মিয় আখঞ্জী। ঐতিহ্যবাহী পলবাইছের আয়োজন করেছিলেন আতুকুড়া গ্রামের মহিদুল মিয়া, শামসুল হক আখঞ্জী, কাজী আলাউদ্দীন সহ আরও কয়েকজন।