ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হরিপুর থানায় মাদক ব্যবসায়ী আটক-২

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর, ঠাকুরগাঁও: | প্রকাশের সময় : রবিবার ৬ ফেব্রুয়ারী ২০২২ ০৫:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১নং গেদুরা ইউনিয়নে এস, আই  মোঃ আবু ঈসা, এস আই মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে  (০৫-২-২০২২ ইং) তারিখে ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য  উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য জামুন বাজারে অবস্থান কালে,গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী ২১.৫০ ঘটিকার সময় জানতে পারে যে, গেরুয়া ডাঙ্গী হতে দুই জন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে মাদক দ্রব্য বহন করে   মুন্নাটলী বাজারে  দিকে আসছে। পথিমধ্যে তাদেরকে  থামানোর সিগন্যাল দিলে মোটর সাইকেল সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে কিন্তু তারা বনগাঁও বাজারে দিকে যায়। আবু ঈসা সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের ধাওয়া করে, গেদুরা ইউনিয়ন এর বনগাঁও বাজারগামী পাকা রাস্তা উপর মোটরসাইকেল টি ফেলে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় পরে যায়। দৌড়ে পালানোর বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা সঠিক উত্তর দিতে না পারায় তাদের দেহ তল্লাশি করে, ধৃত আবু রায়হান( ২২) নিকট হতে ২০ বোতল ফেনসিডিল ও ধৃত মোঃ মাসুমজ্জামান(৪৫) এর নিকট হতে ২ বোতল ফেনসিডিল  পাওয়া যায়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞেস করা হলে তারা জানান, গেরুয়াডাঙ্গী গ্রামের  মোঃ জলিল, পিতাঃ মোঃ ইসমাইল এর নিকট ক্রয় করে, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। ধৃত আসামিদ্বয় জিজ্ঞাসাবাদে আরো জানায়,পলাতক আবদুল জলিলের নিকট থেকে তারা প্রতিনিয়ত  মাদক দ্রব্য ক্রয় করে নিয়ে যায়।
হরিপুর থানার মামলা নং ০২,  ধারা ৩৬(০১) সারণী ১৩(খ)৩৮/ ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮, মামলা রুজু করে, আসামি
১, মোঃ আবু রায়হান (২২) পিতা শহিদুল ইসলাম
গ্রাম ঃ কহর পাড়া, থানাঃ ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও ২, মাসুমজ্জামান(৪৫)  পিতা ঃ সুলতান আলী তালুকদার, সাংঃ খামার (সিনুয়া),থানাঃ পীরগঞ্জ ঠাকুরগাঁও ৩, মোঃ জলিল (৩৫)
পিতাঃ ইসমাইল সাং গেড়ুয়া ডাংগী, হরিপুর,ঠাকুরগাঁও।
জব্দ কৃত মালামাল ২২ বোতল ফেনসিডিল ও
রেজিস্ট্রেশন বিহীন লাল কালো রঙ্গের বাজাজ ডিসকভার মোটরসাইকেল যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা।

আটকের বিষয়ে  এস আই আবু মোঃ ঈসা কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আটককৃত আসামিদ্বয় মাদক ব্যবসায়ী ও আব্দুল জলিল এর নামে হরিপুর থানায় ২২ টি  মাদক দ্রব্য বিক্রির অপরাধে মামলা আছে।  তাদের বিরুদ্ধে মামলা রুজু করে  ঠাকুরগাঁও কোর্টে চালান করা হয়েছে।