ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৬ জানুয়ারী ২০২২ ১১:৫৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। 

সাধারণ সম্পাদক বলেন, আজ ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করছে ভারত সরকার।  দিবসটি উপলক্ষে সে দেশে সরকারি ছুটি। ফলে ওই দেশের ব্যবসায়িরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আমাদের ইতিমধ্যে লিখিত চিঠি দিয়েছেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।

হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, ভারতের  প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্দরে আমদানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমসহ দেশীয় ট্রাকে পণ্য লোড- আনলোড স্বাভাবিক রয়েছে। 

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া পাসপোর্টধারী যাত্রী দেশে ফেরত আসা স্বাভাবিক রয়েছে।