ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হিলিতে চলাচলের রাস্তা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৯, গ্রেপ্তার ২

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৫ ফেব্রুয়ারী ২০২২ ০৩:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের হিলিতে চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ নারী সহ ৯ জন আহত, থানায় অভিযোগ। অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে হাকিমপুর (হিলি) পৌর এলাকার ছোট ডাঙ্গাপাড়া গ্রামে। শুক্রবারব (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম।

শনিবার( ৫ ফেব্রুয়ারী) সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার বিকেলে আব্দুল ওহাব তার অটোবাইক নিয়ে নিজ বাড়িতে আসছিলেন। তার যাওয়ার রাস্তাাটির উপর দিয়ে পানি বেড় করার জন্য প্রতিবেশী আব্দুর রাজ্জাক রাস্তাটি কেটে রাখে। আব্দুল ওহাব তার গাড়ি পার করার জন্য রাস্তার গর্তটি মাটি দিয়ে ভরাট করতে থাকে। এসময় প্রতিবেশী আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে আব্দুল ওহাবকে মারতে থাকে। তখন তার স্ত্রী বাবা মা ভাই বোন এগিয়ে আসলে, আব্দুর রাজ্জাক সহ তার ছেলে মেয়ে, জামাই সহ ১২ থেকে ১৫ জন লাঠিসোঁটা ও ধারালো চাকু নিয়ে ওহাবের স্ত্রী মা বাবা সহ ৯ জনকে পিটিয়ে আহত করে। এসময় গ্রামবাসী তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

আহত আব্দুল ওহাব বলেন, দীর্ঘদিন ধরে গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তাটি নিয়ে প্রতিবেশী আঃ রাজ্জাক আমাদের সাথে গন্ডগোল করে আসছে। শুক্রবার আমার বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তাটি কেটে রাখে আঃ রাজ্জাক। গাড়ি পার করার জন্য কাটা স্থানটিতে মাটি দিতে গেলে তারা আমাদের উপর হামলা করে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, শুক্রবার বিকেলে পৌর শহরের ছোট ডাঙ্গাপাড়া গ্রামের রাস্তায় যাতায়াত নিয়ে অটোবাইক চালক আব্দুল ওহাব ও তাদের পরিবারের লোকজনের উপর প্রতিবেশী আব্দুর  রাজ্জাক তার লোকজন এসে হামলা চলায়, এতে তারা আহত হয়। পরে প্রতিবেশীরা আহত ওহাব সহ নারী-পুরুষ ৯ জনকে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক সহ ২ জনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় আনে। এবিষয়ে থানায় এজাহার হয়েছে। বাঁকি আসামি গ্রেপ্তারের অভিযান চলছে।