রাতের আঁধারে বাড়ির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মাহফুজা বেগম (৩৬) নামে এক মহিলা। সংকটাপন্ন অবস্থায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাত ৮ টার দিকে মাহফুজা বেগম দুর্বৃত্তের হামলার শিকার হন। মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় ঘর তালাবদ্ধ করে পাশের বাড়িতে যাওয়ার জন্য বের হতেই উঠানে তার ওপর হামলা হয়। তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পরপরই তাকে আশেপাশের বাসিন্দারা উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনার্চজ খায়রুল বাশার শামীম ঘটনার বিষয়ে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কারা এর সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করছি। ভিকটিমের সাথে কার কার দ্বন্দ্ব রয়েছে সে বিষয়ে ইতিমধ্যে কিছুটা আভাস পাওয়া গেছে। তিনি জানান, মাহফুজা বেগম ত্বালাক প্রাপ্ত। বাড়িতে একা থাকেন। তার ২ মেয়ে। দু’জনই বিবাহিতা। একজন ঢাকায় থাকেন।